Hafizul Islam

ফেরিওয়ালা আজকাল সময় বিক্রি করে!

পড়েছেন: 906 জন পাঠক

দিন হাঁটছে পায়ে পায়ে
গন্তব্যের নাম নিতাইগঞ্জ
রাতের ট্রেনে ফিরছি আমি..
নিজের জন্য একটু সময় এবার কিনেই নেবো বলে।

ফিরছি মহাকালের কাছে
যেখানে ক্ষণিক বলতে কিছু নেই
সেকেন্ড মিনিট ঘন্টার নিক্তিতে
সস্তায় ইদানিং সময় কেনা যায়
বহুপ্রাচীণ সদরঘাটে?

যেখানে কালিদাস আর অঞ্জন দত্ত
কীর্তণখোলার পাড়ে বসে কাঞ্চনজঙ্ঘার
গল্প করেন।

মুকুন্দ দাস আর ক্ষুদিরাম
লিখেন মহাকাব্য
শিরি-ফরহাদ টেন্ট আর স্লিপিংব্যাগ নিয়ে
বহুদূর সমুদ্রের পথে যাত্রা করে
সিন্দাবাদের জাহাজে।

ফুলার রোড ধরে হেঁটে বাসায় ফিরেন
হুমায়ূন আহমেদ
বড়ো মেয়েটার খুব জ্বর।
ফার্মেসিতে মিসির আলী থাকলে
বাকীতে নেবেন ঔষুধ।

সুনীল দুপুরের ভাত খাচ্ছেন বিউটি বোর্ডিংয়ে
কোলকাতার আনন্দবাজার এখণ ঢাকার বাংলাবাজারে!

রবীন্দ্র-নজরুল-জীবনানন্দ
মান্নাদের কফিহাউজে
ভরপুর আড্ডায় মেতে থাকেন
কাদম্বরী দেবী ইদানিং নাকি হালফ্যাশনের
স্লিভলেস পড়েন!

আমি নেই কোথাও
সময়ের বাইরে থেকে আসা আমি একজন
কেবলই আমি।

 

================

## পেইন্টিং : plastike-artgallery.com

Leave a Comment