Hafizul Islam

চৌরাস্তার বিলবোর্ডে এই আমি কি তোমার আমি?

পড়েছেন: 484 জন পাঠক

রাত বাড়ছে আমার চারপাশ জুড়ে
জানালার শার্সী গলে চুপচাপ
ঢুকে পড়ছে পৌষের হিম..
টুপটাপ ঝড়ছে কুয়াশার দল..।

শীতে কাতর রাত পড়ে আছে শহরে..
আমি ভাবছি…। হাঁটছি..। তাকিয়ে দেখছি আয়নায়..
সেখানে কি আমাকে দেখা যায়?
এই নিঝঝুম প্রহরে..

আমি ছিলাম না কখনো কোথাও
তোমাদের হিসেবের খতিয়ানে..
ডায়েরীর পাতা কিংবা হৃদয়ের অন্দরে
তবুও বলেছি নিজেকে, আমি নিশ্চয় আছি
হোক না চৌরাস্তার বিলবোর্ডে..

বহুদিন আকড়ে থেকেছি প্রাণপনে
এই প্রিয় শহর
অহর্ণীশ প্রচেষ্টায় বাউন্ডুলে থেকে চেয়েছি
সংসারী হবো..
দিনশেষে ফেরবার জায়গা হবে
হচ্ছে না..। কিচ্ছু না..। শুধুই অনর্থক অপচয়..

তাই, এবার আমার যাওয়াই বোধহয় ভালো
তবুও না হয় জ্বলুক তোমার ঘরে
মঙ্লময়তার অনির্বান আলো…!

=============
ছবি কৃতজ্ঞতা: bkpk.me

Leave a Comment