Hafizul Islam

গগন একটি জলরঙা পোর্ট্রেটের গল্প জানেন

পড়েছেন: 1,222 জন পাঠক

গগন একটি জলরঙা পোর্ট্রেটের গল্প জানেন
দূরাগত জাহাজে সফেন সাগরের সন্ধ্যার রঙ
তার বহু দিনের চেনা
নোনাজলের ঘ্রাণ তার নাকে মুখে শরীরে
আস্তরনের মতো লেগে থাকে
ইস্তাম্বুলের বাজারে তার সাথে
যে নাবিক বসেছিলো খানিকটা সময়
আজকাল গগন তাকেও খুঁজে ফেরেন
নাজিরাবাজার মোড়ে..।

সস্তা ক্যানভাস মোড়কে আটকে পড়া দূরাগত জাহাজ
কিংবা তার সংগোপন কান্নার ধ্বনি উড়ে যায়
সাইবেরিয়া কিংবা অন্যকোথাও..
নামহীন পাখিদের ডানায় ভর করে
গগন আজকাল নিজেকে মানুষ ভাবেন না
ভোরের কুয়াশা, চোখের জল কিংবা দীর্ঘশ্বাস হয়ে
কেবলই বেঁচে থাকেন
জলরঙা পোর্ট্রেটের নোনাজল ভেজা গল্পটি গগন
সত্যিসত্যিই জানেন।

পাথর নাকি আলাদীনের তৈরী কাঁচের চেরাগ!
যেখানে দৈত্যর বদলে লাল-নীল দুঃখরা বাস করে
আকাশের কার্ণিশে বসা সার্কাস পার্টি
কিংবা নবাবী পয়গাম সবই গগনের একান্ত আপন
দিনশেষে গগন একটি জলরঙা পোর্ট্রেটের গল্প জানেন।

দূরাগত জাহাজ কিংবা তিব্বতের মনেস্ট্রারিতে
অষ্টপ্রহর বেজে চলে পবিত্র ঘন্টা
প্রার্থনায় ডুবে থাকা লাফিং বুদ্ধার হাসিমুখ
পাতাঝরা শীত কিংবা তাহাদের দিনরাত্রি
সবকিছুর পরও গগন একটি জলরঙা পোর্ট্রেটের গল্প জানেন।

 


# Watercolor Paintings by Balakrishnan

Leave a Comment