Hafizul Islam

স্বপ্নে কাটি মনে আঁচড়………..

পড়েছেন: 663 জন পাঠক

পথ হাঁটছি ক্লান্ত পায়ে।

হৃদয়ের কোন গহীন থেকে ভেসে আসে পাজর ভাঙার শব্দ।
কেউ শুনেছ কোনদিন সেই অসহ্য
সুরের এলোমেলো তান।
আর পেরে উঠছি না।

ভেসে যাচ্ছি জীবনের কোলাহল থেকে দূরের কোন পৃথিবীতে।
দেখছি আমার স্বপ্নগুলোর মোমের মত গলে যাওয়া।
আকাঙ্খিত মৃত্যুর শীতল ছোঁয়ায় আমার সব কষ্টের অবসান ঘটবে।
আমি ঘুমোব পরম শান্তিতে।
তখন তোমরা থেকো অনেক ভালো।

অসম্ভব অস্থির লাগছে।
ভালো থেকো সবাই।

”যায় কি ছেঁড়া বুকের পাঁজর
স্বপ্নে কাটো মনে আঁচড়
ফিরে যাবার উপায়তো আর নেই….।
তোমায় ছেড়ে কোথায় যাব?
একটু ভাবো…একটু ভাবো…
ফিরে যাবার দরজা খোলা নেই……..।”

Leave a Comment