Hafizul Islam

মার্জিনে অন্তরীন শঙ্খনীল শব্দগুচ্ছ…

পড়েছেন: 464 জন পাঠক

উৎসর্গ: দু’জন অসম্ভব প্রিয় মানুষকে। যারা কখনোই বুঝতে পারবে না, এই রুপালি গিটার তাদের কতো বেশি ভালোবাসে। অঝোর অশ্রুধারা জলের অঞ্জলী ছাড়া, তাদের আর কিছুই দেয়ার সাধ্য আমার নেই। আমার সব ভালোবাসা আর গান তোমাদের জন্যই। তোমরা না হয় নাইবা জানলে..।

জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো..।

=========================

 

নির্ভার শূণ্যতার ভারাক্রান্ত প্রচ্ছদে
চলিষ্ণু হয়ে উঠে নিশ্চলেরা সব
শত সহস্র শতাব্দীর প্রবীণতম
আজকের রাত্রিতে, সুপ্তিমগ্ন জরাগ্রস্ত, মেঘ অরণ্যে
জেগে আছে ম্লান, গৈরিক চীরধারী
চির নিঃসঙ্গ, এক সন্যাসী চাঁদ।
দূর..বহুদূর হতে, বোধহীন বাতাসের সর্পিলদেহ বেয়ে

ভেসে আসে….ক্রমাগত ভেসে আসে
বেদনাদগ্ধ, আহত পৃথিবীর
সকরুণ আর্তরব; তার প্রসূতি গৃহ থেকে।
আদিম সভ্যতার জারজীর্ণ তাঁত, যেথায় বুনে চলে
স্বপ্নাচ্ছন্ন, দুরাশ্রিত এক আগামী; সারহীন এই সভ্যতার।
নিশীথ শয়ানে নিদ্রা আসে ঐশ্বরিক নীরবতায়
নৈঃশব্দগ্রহন অমাবস্যায় জীবন্ত এই গ্রহটা যেনো বা থমকে দাঁড়ায়
কে জানে কোন অজানা কারণে, ঝিঁ ঝিঁ কাঁদছে
তার অবিশ্রান্ত স্বরে।
নিথর স্থবিরতারা প্রগাঢ় হয়ে আসে তখন
পৃথিবীর তরে;
নিশাচর হিতাকাংখী সহোদর হয়ে।
রাতের পথ ভাঙে নির্বাসিত সাধক
তখন স্বাধীকার রক্ষার দুর্নিবার একাগ্রতায়
সামাজিক অন্ধকারেরা হয়ে উঠে সুতীব্র প্রতিরোধ।
সাধক সহচর; তাঁর অস্থিজ্বলা উদাস আলোর
স্নিগ্ধ মশাল, দূর করে দেয় সব অন্ধকার।
এগিয়ে যায় নিঃসঙ্গ অথচ আত্মপ্রত্যয়ী চাঁদ,
এগিয়ে যায় নিঃসঙ্গ ভবিষ্যতের পথে আরো একধাপ…….।

=========================

 

পাদটীকা: এখন আমার ঘড়ি সময় দিচ্ছে, রাত একটা চব্বিশ। পল-পল করে কেটে যাচ্ছে বছরের শেষ দিনটি। অনেক প্রাপ্তির অনির্বচনীয় আনন্দ আর ততোধিক হারানোর বেদনানীল কষ্টের ভেতর দিয়ে শেষ হতে চলেছে আরেকটি বছর। নিজেকে ভাগ্যবান মনে করছি, একটি বছর বেঁচে থাকতে পারলাম বলে। আগামী বছরের এই দিনটিতে হয়তো রুপালি গিটারের ধূলো জমবে। হয়তো আর লেখা হবে না কোন জার্ণাল। জীবনের কতোগুলো বসন্ত কেটে গেছে। তবুও, দেখা হয়েছে কি জীবনের অন্তরালে সতত চলমান সীমাহীন নৈসর্গিক ইজেলের শেষ জলচছবি? ভাবি…ভাবতে থাকি…। বছর গড়িয়ে সময় চলতে থাকে নতুন কোন বছরের সন্ধানে। মুহুর্তগুলো হাঁটতে থাকে মহাকলের আহ্বানে…। অনিঃশেষ এই পথযাত্রার কোন বিরাম আছে কি? জীবন ছুটে চলছে জীবনের নিয়মে…..।
সবাইকে নতুন বছরের অগ্রীম শুভেচ্ছ। শতভাগ শুদ্ধ আনন্দে কেটে যাক আগামীর প্রতিটি ক্ষণ। ভালো থাকা হোক প্রিয় মানুষদের নিয়ে। এই কামনায় বিদায়ী শুভ প্রার্থনা। ’’বিশ্বজগতের সকলেই সুখী হোক।’’

Leave a Comment