Hafizul Islam

প্রথম যেদিন ইশকুলে গিয়েছিলাম, সেদিন আমাকে প্রথম যে কথাটি বলতে বলা হয়েছিলো, সেটা ছিলো, আমার নাম। আমি সেদিন পরিবার-প্রদত্ত নাম বলে শুরু করেছিলাম আমার শিক্ষাজীবন। সে নামটি ছিলো হাফিজুল ইসলাম মিয়াজী। মিয়াজী আমার বংশগত পদবী। এই পদবীগুলোর মানে আমি বুঝতে পারি না। আমার কাছে সবচেয়ে বড়ো সত্য হচ্ছে, আমি একজন মানুষ। যার মাথার উপর অটল দাঁড়িয়ে ছাঁয়া দিচ্ছে উদার আকাশ। পরিবারের সবাই ডাকতো রনি নামে।

ঢাকায় আসার বেশকিছুদিন আমাকে বোর্ডিংয়ে থাকতে হয়েছে। তারপর নিজের ভরসায় মেসে থাকতে শুরু করলাম। টুকটাক লেখালিখি শুরু করেছি। বাংলা ব্লগ তখন দারুন জনপ্রিয়। ব্লগ নিকনেম হিসেবে রুপালি গিটার নামে ব্লগিং শুরু করলাম।  এমনিতে অফিসিয়াল নেম হাফিজুল ইসলাম হলেও অনলাইনে পদচারনার সুবাধে দ্বৈত ও ছদ্ম পরিচয় হিসেবে নীরব মাহমুদ নাম ব্যবহার করতাম। বিভিন্ন পত্রিকা-লিটল ম্যাগেও এই নামেই লিখি। সেই থেকে অনলাইনে নীরব মাহমুদ নামেই পরিচয় দিই।

পড়াশোনায় বিভিন্ন টাইপের ভ্যারিয়েশন ছিলো বলেই আমার পড়াশোনা দিয়ে বয়স যাচাইয়ের চেষ্টা বৃথা যায় সবার। আমি অতি সাধারণ একাকী এবং ভীষণ অসামাজিক একজন মানুষ। আমার জন্ম হয়েছিলো প্রবল বর্ষণের এক দিনে। জীবনের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি একটু একটু করে। ছোট্ট একটা জগত আমার। প্রযুক্তির অসাধারণ অগ্রযাত্রা আর বিশ্বায়নের এই যুগে নিজের চরিত্রটাকে বড্ড বেমানান লাগে। 

বাতাসের চাদর হয়ে, পৌষের হিম কুয়াশার রুপালি ঝালর হয়ে থাকবো প্রিয় মানুষগুলোর খুব কাছে। কখনো কোন আকাশভাঙা জ্যোৎস্নায় ভর করে নেমে আসবো তাদের আঙিনায়। দেখবো তাদের প্রাত্যহিক সুখি জীবনের মসৃণ পথ পরিক্রমা। এই হয়তো হবে ভালো। হয়তো এটাই হবে বেশ…..।

বই পড়তে ভালোবাসি। ছাপার অক্ষরে লেখা বেশিরভাগ জিনিসই পড়ে ফেলতে চাই। তাই, লেখক কিংবা বিষয় খুব কম সময়ই নির্বাচন করে পড়া হয়। এর একটা ঝামেলার দিকও আছে। অনেক অখাদ্য লেখাও পড়তে হয়। তবুও বলি, আমি পড়তে ভালোবাসি। ভালোবাসি ভ্রমণ। নিজেকে ব্যাকপ্যাকার ট্রাভেলার হিসেবে ভাবতে ভালো লাগে। ভালোবাসি পাহাড়। পর্বতারোহী হওয়ার স্বপ্নটুকু খুব গোপনে লালন করি নিজের ভেতর।

খুব অল্প রিসোর্সে বেঁচে থাকার অভ্যাস আমার বহুদিনের। তাই সফলতার প্রতি মানুষের ছুটে চলার ব্যস্ততা আমাকে অবাক করে। মানুষের নির্লিপ্ততা আমাকে আহত করে। আমার নিজের ভেতরে তৈরী একটি অন্যরকম দুনিয়ায় আমার বসবাস। যেখানে যুক্তির চেয়ে আবেগ বেশি প্রাধান্য পায়। যেখানের মানুষেরা এখনো প্রাণখুলে কাঁদতে জানে।

শৈশব কেটেছে চিটাগাংয়ে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কোয়ার্টারে থাকতাম বাবার চাকরীর সুবাদে। সেখানেই আমি আমার চারপাশের পৃথিবীর সাথে পরিচিত হই।

The first day I went to school, the first thing I was asked to say was my name. I started my education that day with my family-given name. His name was Hafizul Islam Miazi. Miazi is my family’s name. I do not understand the meaning of these designations. The biggest truth for me is that I am human. On whose head stands the generous sky. Everyone in my family calls me Roney.

I had to stay at boarding school for a long time after coming to Dhaka. Then I started living on my own. I have started writing little by little. Bengali blogs were very popular at the time. I started blogging with the name Rupali Guitar as a blog nickname. Even though my official name is Hafizul Islam, I used the name Nirob Mahmud as a double pseudonym for the convenience of walking online. I also write under this name in various magazines, such as Little Mag. Since then, I have introduced myself as Nirob Mahmud.

As there were different types of variations in the studies, everyone tried to guess my age from my studies or degree. I am quite a loner and very socially distant. I was born on a day of heavy rain, constantly learning little by little from life. I am living in my small world. In this era of extraordinary advancements in technology and globalization, one’s character seems very inconsistent.

Through the winter wind and the silver fringe of Paush’s frost fog, I will be very close to my dear people. Sometimes I will come down to their yard full of sky-scraping Jyotsna. I will see the smooth path of their happy daily lives. This might be good. Maybe this will be quite…

I love to read books. I want to read most things in print. Therefore, authors or topics are rarely selected and read. It also has disadvantages. There is also a lot of rubbish to be read. Still, I love to read. love travel I like to think of myself as a backpacker traveler. love mountains I secretly cherish the dream of becoming a mountaineer.

I have a long habit of living with the fewest resources. So the preoccupation with people’s rush to success amazes me. People’s indifference hurts me. I live in a different world of my own making. Where emotion prevails over reason, people still know how to cry.

I spent my childhood in Chittagong, a district in Bangladesh. I used to live in the Agrabad Fire Service Civil Defense Quarter due to my father’s job. It is there that I become familiar with the world around me.