Hafizul Islam

হাতটি তোমার ধরতে মানা……….।

বৃষ্টি ঝরছে অঝোরধারায়। টিনের চালে তার রিমঝিম শব্দে অদ্ভুত বিষন্নতা এসে ভর করে। আকাশে মেঘ করলে আমার বন্ধুটি খুব ভয় পায়। আমার তখন ইচ্ছে হয়, ওর হাত জড়িয়ে রাখি আমার হাতে। কিন্তু……..। আমি বৃষ্টিতে ভিজি। বৃষ্টিতে ডিজতে আমার খুব ভালো লাগে। আকাশের গাঁয়ে হয়ত অনেক দুঃখ। নাহয় এমন অবিশ্রান্ত বর্ষনে সব ভাসিয়ে দিয়ে যায় কেন।

ভালো থাকতে হবে যে!

”বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেয়াল জুড়ে বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে বন্ধু এসো জলে ভাসি দুখ ভাসানো সুখ” বন্ধু, তুমি খুব করে চাও, যেন আমি ভালো থাকি। কিন্তু বুঝতে পার কি আমার হৃদয়ের না বলা শত কথার অবিশ্রান্ত হাহাকার। তুমি জানো কি, আমার প্রতিটি মুহুর্ত কাটে তোমার মঙ্গল আকাঙ্খায়। তোমার একটু ভালো

বন্ধু তোমার তোমার চোখের মাঝে……..।

বন্ধু তোমার তোমার চোখের মাঝে বন্ধু তোমার তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো বন্ধু আমার বন্ধু তুমি, বন্ধু মোরা ক’জন তবুও বন্ধু, মন হলো না

স্বপ্ন দেখবো বলে……..।

আমার খুব পছন্দের একটা গানের লিরিক। স্বপ্ন দেখবো বলে আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ-এ চেপে নীলজল দীগন্ত ছুঁয়ে এসেছ, আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ| আমি কখনও যাইনি জলে, কখনও ভাসিনি নীলে, কখনও রাখিনি চোখ, ডানামেলা গাঙচিলে| আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায় ?

মৃত্যু-পিপাসা এবং কেউ একজন……….।

পৃথিবীটা অনেক সুন্দর! বেঁচে থাকার বড় ইচ্ছে হয়। কিন্তু, যে স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, নতুন করে সামনে এগোবার প্রেরনা যোগায়, সেই স্বপ্ন এখন আর দেখা হয়না। হারিয়ে গেছে স্বপ্নের সব রং। প্রচন্ড ক্লান্তিতে বয়ে বেড়াই নিজেকে। কিন্তু এভাবে আর পারছি না। বন্ধু, তুমি কি আমায় একটু ভালোবাসবে?

স্বপ্নে কাটি মনে আঁচড়………..

পথ হাঁটছি ক্লান্ত পায়ে। হৃদয়ের কোন গহীন থেকে ভেসে আসে পাজর ভাঙার শব্দ। কেউ শুনেছ কোনদিন সেই অসহ্য সুরের এলোমেলো তান। আর পেরে উঠছি না। ভেসে যাচ্ছি জীবনের কোলাহল থেকে দূরের কোন পৃথিবীতে। দেখছি আমার স্বপ্নগুলোর মোমের মত গলে যাওয়া। আকাঙ্খিত মৃত্যুর শীতল ছোঁয়ায় আমার সব কষ্টের অবসান ঘটবে। আমি ঘুমোব পরম শান্তিতে। তখন তোমরা

স্বপ্ন-পূরন এক্সপ্রেস….।

পথ হারানোর আনন্দতেই আমি বিভোর হয়ে থাকি! অথচ কখনোই ইচ্ছে হয়না পথ হারাই। ভাবি হয়ত পথ হারালেই ভালো থাকতে পারব। স্বপ্ন ভঙ্গের বেদনা সহ্য করতে হবে না। হারিয়ে যেতে হবে দূর অজানায়। প্রিয় মানুষদের থেকে দূরে বহু দূরে। আমার ব্ন্ধুটার খুব দুঃখ। তার পৃথিবীটা অনেক ছোট। নিজেকে এতটা আড়াল করতে পারে কেউ ওকে না দেখলে

ওয়াইমেক্স (wimax) এর পরিচিতি

ওয়াইমেক্স হচ্ছে ‘ওয়ার্ল্ড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েব এক্সেসের’ সংক্ষিপ্ত রূপ।এটি একটি বিশেষ পদ্ধতির টেলিযোগাযোগ প্রযুক্তি। যার মাধ্যমে পয়েন্ট-টু-পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল সেলুলার ইত্যাদি বিভিন্ন রকমের তারবিহীন যন্ত্রে তথ্য আদান-প্রদান করা যায়।আইইইই ৮০২.১৬ স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রণীত এর অপর নাম ওয়ারল্যাসম্যান।২০০১ সালে স্টান্ডার্ড অনুযায়ী প্রযুক্তিটির বাস্তবায়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ওয়াইমেক্স ফোরাম ওয়াইমেক্স নামটি দিয়েছে।ওয়াইমেক্স হচ্ছে প্রচলিত কেবল