Hafizul Islam

প্রিন্ট মিডিয়ায় ক্যারিয়ার ধারণা এবং আমাদের করণীয়

বিশ্বায়ণের এই ব্যস্ত সময়ে আমাদের সকল পড়া-শোনা কিংবা শিক্ষার মূল উদ্দেশ্য থাকে , ঝলমলে একটি পেশায় ক্যারিয়ার গঠন। যে কোনো তরুণ তরুণীই সব সময় উৎসুক থাকেন নতুন এবং সর্বোত্তম কোন সুযোগ কিংবা স্কোপের অপেক্ষায়। মেধাবী ছাত্রছাত্রীরা চিন্তা করেন,  কোন পেশায় গেলে ভবিষ্যৎ হবে উজ্জ্বল ও সম্ভাবনাময়। চ্যালেঞ্জিং পেশা হিসাবে বর্তমান সময় প্রিন্ট মিডিয়াতে তারুণ্যের আগ্রহ চোখে পড়ার মতো। সাংবাদিকতার কাজের ধরণ এবং ক্ষেত্র বিস্তৃত হচ্ছে ক্রমশঃ। এরই ধারাবাহিকতায় প্রিন্ট মিডিয়া এখন অন্যতম শাইনিং সেক্টর। প্রিন্ট মিডিয়া বা সংবাদপত্রে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি পর্ব এবং এ মিডিয়ায় কাজ করার আনন্দ ইত্যাদি নিয়ে লেখার চেষ্টা করছি আজকের পর্বে।

যে কোনো পেশায় ক্যারিয়ার গড়তে হলে সে পেশা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি। সংবাদপত্রে যারা কাজ করতে আগ্রহী তাদের এ মিডিয়ার বিভিন্ন দিকের ওপর যথেষ্ট পড়াশোনা করে তবেই আসা উচিত।
যারা সাংবাদিকতায় হাতে খড়ি দিতে চান তাদের জেনে রাখা ভালো যে, ইচ্ছে করলেই আপনিও একজন সাংবাদিক হতে পারবেন কিছু পদ্ধতি অনুসরণ করে এগুতে পারলে। শুরুটা কন্ট্রিবিউটিং দিয়ে; পর্যায়ক্রমে রিপোর্টার কিংবা ফটোজার্নালিস্ট এমনকি এক সময় পত্রিকার সম্পাদকও হওয়া যায়। তবে দেখার বিষয় হলো- আপনি সাংবাদিকতার কোন দিকটা পছন্দ করেন। ছবি তুলতে ভালো লাগলে কিংবা আগ্রহ থাকলে হতে পারেন ফটোজার্নালিস্ট। লেখালেখিতে হাত থাকলে কন্ট্রিবিউটিং দিয়ে শুরু করতে পারেন, পরবর্তীতে হতে পারেন রিপোর্টার।