Hafizul Islam

গল্পের হকার = গল্পকার

এই গল্পটা অমিয়র।ওর সাথে আমার দেখা হয়েছিলো ভার্সিটিতে। একদিন চায়ের আড্ডায় দারুন স্বতঃস্ফূর্ততা নিয়ে একজনকে কথা বলতে দেখে অবাক হওয়ার পাশাপাশি ভালো লাগলো। শাহজাদা আর শাহেরজাদীর গল্প চলছিলো সেদিনের তপ্ত দুপুরে। ফোরজি জেনারেশনকে হাজার রাতের আলিফ লায়লার কাহিনী শোনানোর মতো সাহস ক’জনের হয়…। সেই থেকে শুরু..। ক্যাম্পাসের এখানে সেখানে, চায়ের গোলমহল কিংবা মুক্তমঞ্চে, কারণে অকারণে