Hafizul Islam

ঝরাপাতার শব্দ….।

প্রকৃতির কত শত অনুষঙ্গ আমদের জানা। গ্রীষ্ম, বর্ষা, শীত..সবুজের সৌন্দর্য-সকাল বেলার নতুন সূর্যের রক্তিম আভা, গোধূলী লগ্নের নীরব সমর্পন, নিঝুম রাতে ঝিঁ-ঝিঁ পোকার একটানা ঝিঁ-ঝিঁ ইত্যাদি কত বর্ণনাই না আমরা শুনেছি। কিন্তু, বিবর্ণ হয়ে – হারিয়ে যাবার প্রহর গুনতে থাকা – হলুদ একটা পাতার, ঝরে পড়ার শব্দ কি কেউ কখনো শুনেছো?

আগে কি সুন্দর দিন কাটাইতাম…..

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতামহিন্দু বাড়িতে যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান, বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম বর্ষা যখন হইত, গাজির গান আইত, রংগে ঢংগে গাইত আনন্দ পাইতাম কে হবে মেম্বার, কে