ঝরাপাতার শব্দ….।
প্রকৃতির কত শত অনুষঙ্গ আমদের জানা। গ্রীষ্ম, বর্ষা, শীত..সবুজের সৌন্দর্য-সকাল বেলার নতুন সূর্যের রক্তিম আভা, গোধূলী লগ্নের নীরব সমর্পন, নিঝুম রাতে ঝিঁ-ঝিঁ পোকার একটানা ঝিঁ-ঝিঁ ইত্যাদি কত বর্ণনাই না আমরা শুনেছি। কিন্তু, বিবর্ণ হয়ে – হারিয়ে যাবার প্রহর গুনতে থাকা – হলুদ একটা পাতার, ঝরে পড়ার শব্দ কি কেউ কখনো শুনেছো?