Hafizul Islam

অনন্ত অন্ধকারে ক্লান্ত কেউ একজন………।

পড়েছেন: 517 জন পাঠক

রাত অনেক।
তরতর করে এগিয়ে যাচ্ছে আমাদের নিয়ে জলযান কীর্তনখোলা।
হঠাৎ কোথাও বেড়িয়ে পড়ার অনুভূতিটা একেবারেই অন্যরকম।
শান্তির খোঁজে অনেক পথ পাড়ি দিয়েছি,
এমনি করেই,
একেবারে একা।
চারদিকে ”অকূল-দরিয়া”।
আকাশে জেগে থেকে আমাদের সঙ্গী হয়ে ভেসে চলেছে ভয়ানক একা একটি চাঁদ।
রূপালী আলোয় ভিজছে ঘুমন্ত এই পৃথিবী।
আমি দাঁড়িয়ে দেখছি।
কষ্টনীল একাকীত্ব আমার চারপাশে এসে ভীড় করে।
চোখের কোনে জমে উঠে বিন্দু বিন্দু অশ্রু।
এই বিশাল পৃথিবীতে বিধাতা আমায় কেন পাঠালেন?
বন্ধুহীন হেঁটে চলার ক্লান্তি আমি আর বয়ে বেড়াতে পারিনা।

আমার বন্ধুটিকে বন্ধু বলে কাছে টানবার সৌভাগ্য হয়ত আমার কখনোই হয়ে উঠবেনা।
তবু আমাকে ভালো থাকার অভিনয় করে যেতে হবে অবিরাম।
কারন, ও যে আমার ভালো চায়।
বন্ধু,
তোমার ভালো থাকা ছাড়া জীবনের কাছে আমার আর কিছুই চাইবার নেই।

ভালো থেকো বন্ধু।

Leave a Comment