Hafizul Islam

ভালো থাকতে হবে যে!

পড়েছেন: 449 জন পাঠক

”বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেয়াল জুড়ে
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জলে ভাসি দুখ ভাসানো সুখ”

বন্ধু,
তুমি খুব করে চাও, যেন আমি ভালো থাকি।
কিন্তু বুঝতে পার কি আমার হৃদয়ের না বলা শত কথার অবিশ্রান্ত হাহাকার।
তুমি জানো কি,
আমার প্রতিটি মুহুর্ত কাটে তোমার মঙ্গল আকাঙ্খায়।
তোমার একটু ভালো থাকার বিনিময়ে আমি জন্ম-জন্মান্তর ধরে থাকতে পারি অসহ্য বেদনায়।
তোমার একটু হাসির জন্য আমি রাজি আছি চিরতরে হাসতে ভুলে যেতে।
তোমার, না-পাওয়ার-বেদনাহীন,শান্তিপূর্ন, একপ্রহরের নিঝুম ঘুমের জন্য কাটিয়ে দিতে পারি হাজারো দীর্ঘ নির্ঘুম রাত।
আমার সব সুখ- অর্ঘ্যের বিনিময়ে হলেও স্রষ্টা যেন তোমায় ভালো রাখেন।
বিশ্বাস করো বন্ধু,
তোমার নিরঙ্কুশ ভালো থাকা ছাড়া আমার আর কিছুই চাইবার নেই।

তোমায় ছাড়া আমার কখনো ভালো থাকা হবেনা জানি।
তবুও আমায় ভালো থাকতে হবে।
কারন,
তুমি যে আমার একান্ত ভালো থাকা কামনা করো।

Leave a Comment