Hafizul Islam

“বরং দ্বিমত হও,
আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়।
বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।”

- নীরেন্দ্রনাথ চক্রবর্তী
আমি কেউ না। আমি কেউ হতে চাই না কখনো। আমি চাই, আমার কোন নাম না থাকুক, বয়স-গোত্র-দেশ কিচ্ছু না থাকুক..
ব্যাক্তিগত ব্লগ

এখানে আমি আমার নিজের মতো বিভিন্ন বিষয়ে লিখি। খুব সাধারণ আর সহজ কিছু নিয়েই আমার লেখালেখি।

ফটোগ্রাফি পোর্টফোলিও

সময়ের ভগ্নাংশকে আমি কিভাবে ক্যামেরার চোখ দিয়ে দেখার চেষ্টা করি, সেগুলো জমা থাকে পোর্টফোলিওর মতো করে।

ব্যবসায় উদ্যোগ

বেঁচে থাকার জন্য ছোট করে তৈরী নিজের একটি উদ্যোগ। আমার দৈনন্দিন অর্থের যোগান আসে এখান থেকে।

আমার সার্ভিস

কী ধরণের কাজকর্মে যুক্ত

পরিচিতি

হাফিজুল ইসলাম (নীরব)

যোগাযোগ সহকারী - কনটেন্ট ক্রিয়েটর
ওয়েব ডিজাইন ও ডিজিটাল সলিউশন এক্সিকিউটিভ

মানুষ এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির মধ্যে সবসময় একধরণের শূন্যস্থান থাকে। হাফিজ একজন যোগাযোগ সহকারী এবং ওয়েব-টেক প্রফেশনাল। তিনি মনে করেন কার্যকরী পদ্ধতি ও নির্বিঘ্ন যোগাযোগের মাধ্যমে এই দূরত্ব কমিয়ে আনা সম্ভব।

তিনি একটি কনটেন্ট-বেইজড প্রযুক্তি প্রতিষ্ঠানে ওয়েব ডিজাইনার হিসাবে তার পেশাদার যাত্রা শুরু করেছিলেন। তিনি একটি সুপরিচিত সংবাদপত্র-  প্রথম আলো-এর একজন প্রদায়ক লেখকও।

বিষয় যাই হোক না কেন,  বই পড়তে পছন্দ করেন। তার প্রাথমিক চাকরির দায়িত্ব ছাড়াও অনলাইন সাংবাদিকতা, ফটোগ্রাফি, লেখালেখির প্রতি আগ্রহ রয়েছে।

কী বই লিখছি

আমার বই ও অন্যান্য পাবলিকেশন

“তারার মত অগণিত প্রিয়মুখ ছড়িয়ে ছিটিয়ে থাকে অনিমেষের নিজস্ব আকাশে। তিনি কোন থই খুঁজে পান না। তিনি কি আসলেই কাউকে ভালোবাসেন? এমন হতে পারে যে, তিনি আসলে কাউকেই ভালোবাসেন না। ভালোবাসেন শুধু নিজেকে। তিনি শুধু পেতেই চান জীবনের কাছ থেকে। দেবার বেলায় তার হাত সরে না!
তবে, তিনি বোধহয় এমন নন।
 
মাঝে মাঝে মনে হয় আমাদের, তিনি ভিনগ্রহ থেকে হঠাৎ ছিটকে আসা কোন নিঃসঙ্গ আগন্তুক। কোন বন্ধু নেই। কোন প্রিয়জন নেই। তার জন্য কোথাও অপেক্ষায় নেই কোন রাতজাগা চোখ। তিনি তার আশেপাশের সবাইকেই খুব আপন ভাবেন। ভালোবাসেন সুন্দর এই পৃথিবীকে। ভালোবাসেন এই বেঁচে থাকাকে। “
 
‘আগন্তুকের নোটবুক’ থেকে
– পড়ুয়ার রংমহল কর্তৃক প্রকাশিত

কোন সাহায্যে আসতে পারি আপনার? যোগাযোগ করতে পারেন!

আমার সাথে যোগাযোগের জন্য এই পাতা ব্যবহার করতে পারেন।
আমি দ্রুত উত্তর দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ!