Hafizul Islam

একটি প্রেমের কবিতা লিখবো বলে

পড়েছেন: 537 জন পাঠক

একটা প্রেমের কবিতার জন্য আমি
পাড়ি দিয়ে এসেছি সাত সমুদ্দুরের পথ
নিশ্চল দাঁড়িয়ে থেকেছি
জোৎস্নালোকিত পর্বতের রুক্ষ চাতালে..
দেখেছি নক্ষত্রের হেঁটে চলা
ক্রমাগত কোন অনিশ্চিত ভবিষ্যতের দিকে
কিন্তু
আমি পাই নি দেখা কোন প্রেমের কবিতার..
রাতারগুলের সোয়াম্প ফরেষ্ট কিংবা কানাডার বিস্তৃর্ণ প্রেইরীতে
আমি প্রতীক্ষায় থেকেছি..আমি শিখে গিয়েছি বাতাসের ঘ্রাণ নিতে…।
কিন্তু তবুও আমার কোন প্রেমের কবিতা লেখা হলো না।
কারণ, বহুজন্ম অপেক্ষার পর আমি বুঝেছি,
প্রেম আমাদের প্রাত্যহিক জীবনের পরতে পরতে আটকে থাকে…
প্রতিদিনের তেল-নুন-তরকারী আর বাজারের ব্যাগে
জমে থাকে ভালোবাসা কিংবা প্রেমের কবিতা…।
আলাদা করে লিখার কিছু নেই।
প্রেম আমাদের সাথেই থাকে…। বন্ধু হয়ে..। প্রেমের কবিতা হয়ে..।

( এই অ-কবিতাটি অসম্পূর্ণ। কখনো সম্পূর্ণ করার ইচ্ছা রাখি। )

Leave a Comment