অজ্ঞাতনামা; সিনেমার টেবিলে অন্যরকম মানুষের খোঁজ
সে যেই হউক মানুষ তো! আমার বন্ধক দেওয়া ভিটাতেই মাটি দেবো। অজ্ঞাতনামা মানুষ কখনো কখনো তার নিজের সামাজিক আরোপিত মর্যাদার প্রচলিত কাতারের বাইরে গিয়ে বৃহৎ মানুষ হয়ে উঠে। এই নিজেকে ছাড়িয়ে যাওয়ার সক্ষমতা কেবল মানুষেরেই থাকে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত তৌকির আহমেদ পরিচালিত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র অজ্ঞাতনামার একটি দৃশ্যে উল্লেখিত সংলাপটি আমার মনে যথেষ্ট রকমের ছাঁপ