Hafizul Islam

অজানা বন্দরে জমাও পাঁড়ি..

ব্যক্তিমানুষের সীমাহীন ক্ল্পনার মাত্রা ছাড়িয়ে যাওয়া বিপুলায়তন মহাবিশ্বের একমাত্র সবুজ এবং প্রাণের উপস্থিতি এই গ্রহেই। অসংখ্য জীবের বসবাস এখানে। বহুকাল ধরে হাজারো সূর্যের উদয়াস্ত দেখতে দেখতে, ক্রমাগত বাড়ছে পৃথিবীর বয়স। অগনিত মানুষ আর জাতিসত্ত্বার উত্থান, পতন, লয়, সবই সে দেখে চলেছে নীরবে নিভৃতে। কারো আগমন হয় খুবই সাধারণ। আবার, কারোটা হয় দুর্বার। কারো হারিয়ে যাওয়ার

ঝরাপাতার শব্দ….।

প্রকৃতির কত শত অনুষঙ্গ আমদের জানা। গ্রীষ্ম, বর্ষা, শীত..সবুজের সৌন্দর্য-সকাল বেলার নতুন সূর্যের রক্তিম আভা, গোধূলী লগ্নের নীরব সমর্পন, নিঝুম রাতে ঝিঁ-ঝিঁ পোকার একটানা ঝিঁ-ঝিঁ ইত্যাদি কত বর্ণনাই না আমরা শুনেছি। কিন্তু, বিবর্ণ হয়ে – হারিয়ে যাবার প্রহর গুনতে থাকা – হলুদ একটা পাতার, ঝরে পড়ার শব্দ কি কেউ কখনো শুনেছো?

তবুও ভালোবাসি….।

আমার স্বপ্নগুলো কখনোই সাফল্যের সোনালী প্রভাতের দেখা পায়না। তবুও বন্ধুকে ভালোবাসে যাই আশ্লেষে। বৃত্তের বাইরে দাঁড়িয়ে থেকে, সুন্দর কোন বিকেলে প্রিয়তার হাতে হাত না রেখেও ওকে আমি ভালোবেসে যাব। খুব সুন্দর একটা গান। শুনে নিন সবাই। আর বন্ধুর জন্য বাঁচুন।