Hafizul Islam

ব্যথা ভারাক্রান্ত ঘুঙুরের মতো রাতভর বেজে যাওয়া এক দুঃখবিলাস!

এখন বাহিরে রাত দূর হতে ভেসে আসে রাতজাগা বিহগের বিষন্ন আর্তরব। কেউ কোনোদিন জানবে না কিসের বিরহে তার নির্ঘুম রাত কাটে; দু’চোখের পাতায় অস্থির কাপন। জানো কি তুমি, কি হারানোর বেদনায় কতো গভীর দুঃখ যাতনায় পাথরেরও বুক ভাঙে! দেখেছো কি তুমি, পাহাড়ের কোল বেয়ে সে কান্নার ঝর্ণা হয়ে অবিশ্রান্ত বয়ে যাওয়া! তুমি শুনতে পাও কি,