Hafizul Islam

১৪ ফেব্রুয়ারী ১৯৮৩; ভালোবাসা দিবস কিংবা জয়নাল দিপালীদের বিস্মৃতি

গুম হয়ে যাওয়া লাশসকল প্রতিশোধ নেবে— বীভত্স কফিনহীন মৃতদেহ রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে অলিতে গলিতে অন্ধিতে সন্ধিতে তোমাদের শান্তিশৃঙ্খলা স্থিতিশীলতার গালে থাপ্পড় মেরে অট্টহাসি হেসে উঠবে।   গতকাল ছিলো ১৪ ফেব্রুয়ারী। ভ্যালেন্টাইনস ডে। আমরা দিবসটি পালন করেছি সাড়ম্বরে। শত হাজার টাকার লাল গোলাপের পাপড়ি আর অসংখ্য সুন্দর রোমন্টিক কথার ফুলঝুড়িতে কেটে গেছে আমাদের দৈনন্দিন আরেকটি