Hafizul Islam

এপিটাফের কাব্য…।

পথিক বন্ধু, একদন্ড যাত্রাবিরতী কর…. নিজের ভেতর ঘুমিয়ে থাকা নিজেকে প্রশ্ন কর… কে তুমি ? কোথায় তোমার আপনার জন ? কিসের মায়ায় অচিনপুরে চলছ তুমি মন……। বন্ধু, ভালো থেকো তোমরা সারাটা সময়….

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল…….

আচ্ছা, জীবনটা এমন কেন? এক মুহুর্তের জন্য কি সুখ-পাখিটার সন্ধান পাওয়া আমার হবে না?আকাশে প্রতি সন্ধায় একটা প্রশ্নবোধক তারার দেখা পাই। কত হাজার উত্তর না জানা প্রশ্ন জমে উঠতে থাকে।ক্রমেই আমি ডুবে যেতে থাকি গভীর বিষাদে।কাটতে থাকে বিষন্ন প্রতিটি দিন…….