Hafizul Islam

সেমিওলজি কি? সেমিওলজির মাধ্যমে চলচ্চিত্র বিশ্লেষণের উদাহরণ

সেমিওলজি বা চিহ্নবিদ্যা হচ্ছে আমাদের চারপাশের নানান অনুষঙ্গে জড়িয়ে থাকা চিহ্নের অধ্যয়ন বা পাঠ বিষয়ক একটি অধ্যয়ন শাখা। সেমেনটিকস, সেমিওটিকস, সেমোলজি, সেমাসিওলজি এবং সেমোওলজি সবই গ্রীক শব্দ সেমাইনোর বিভিন্ন রূপ থেকে গঠিত হয়েছে। সেমোলজি একটি বিস্তৃত ক্ষেত্রকে বোঝায়। সাধারণভাবে ব্যবহারিক আচরণের উপর নির্ভর করে চিহ্নের অধ্যয়নকে সেমিওলজি বলা হয়। এর মধ্যে শব্দ, চিত্র, অঙ্গভঙ্গি, অবজেক্টস,