Hafizul Islam

একটুকরো শুভ্রতার অপেক্ষা…।

পড়েছেন: 467 জন পাঠক

একটু একটু করে জেগে উঠছে আমাদের প্রিয় শহর ঢাকা।রাস্তা-ঘাট সবখানে শুধু ছুটে চলা মানুষের ভিড়।ইট-কাঠ,পাথরের এই শহরের আমিও একজন নাগরিক। অনেকদিন আছি এই যান্ত্রিক নগরিতে।তবুও যেন এখনো ঠিক এই শহরের কেউ হয়ে উঠতে পারিনি।

জনতার ভিড়েও কেউ কেউ কত বেশী নির্জন! চারদিকে শুধু গতিশীল সময়ের পথ অতিক্রমের নিদারুণ ব্যস্ততা।নিজেকে বড় অসহায় লাগে। তবুও জীবন চলতে থাকে তার আপন পথে। নিঃসঙ্গতার গাঢ় অন্ধকার ছেঁয়ে থাকে আমার পৃথিবীতে। তবুও আমি অধীর অপেক্ষায় থাকি একটুকরো পূর্ণতার আনন্দভরা শুভ্রতার।হয়তো আসবে কোনদিন।হয়তো সেদিন হাসতে পারব প্রাণখুলে। হয়তো সেদিন বলতে পারব, আসলেই ভালো আছি।

হাহঃ,কি বোকা আমি! আসবেনা জেনেও সেদিনের প্রতীক্ষায় প্রহর গুনি চলি।কেউ কেউ হয়তো কখনোই ভালোথাকা আর ভালোবাসার শুভ্রতার দেখা পায়না।তবু অপেক্ষার কোন শেষ নেই। জীবন চলতে থাকে জীবনের নিয়মে।

তার সাথে চলতে থাকে একটু শুভ্রতার জন্য আমার মত অসংখ্য মানুষের সীমাহীন অধির প্রতিক্ষা!

Leave a Comment