Hafizul Islam

তাজরিয়ানের মৃত্যু নাকি নিজের তীব্রভাবে বেঁচে থাকতে না পারার শোক

পড়েছেন: 5 জন পাঠক

তীব্র ভাবে বাঁচবো বলে লম্বা ম্যারাথানে নেমে পড়েছিলাম বহুদিন আগে। হয়তো সেকারণেই আমার কাছে মৃত্যু অনেক আরাধ্য।

মৃত্যুকে আমি পার্টিশনের মতো মনে করি। ছোটবেলায় ঘরের মধ্যে ঘর বানাতে নানুবাড়িতে বোর্ডের দেয়াল তৈরি হয়েছিলো। এপাশ থেকে ওপাশে দেখা যেতো না। কিন্তু, শব্দ আসতো, কথা, হাসির, কান্নার কিংবা অন্ধকারের।

মৃত্যু আমার কাছে তেমনই। সময়ের বিস্তৃতি থেকে খাবলা দিয়ে কাউকে তুলে নিয়ে যাওয়া। হয়তো সেকারণেই শোকের চেয়ে মৃত্যু আমার কাছে আসে আরো বেশি নির্লিপ্ত হওয়ার আলাপ নিয়ে।

কিন্তু, কিছু মৃত্যু আমাকে অবাক করে দেয়। তাজরিয়ান নামে চিটাগাংয়ের একজন মারা গেছেন। পানি অপছন্দ করা মানুষের পানিতে ডুবতে কেমন লেগেছে, ভাবতেও চাইছি না।

তাজরিয়ানকে নিয়ে বন্ধু, প্রিয়জনদের হাহাকার, শোক, স্মৃতিচারণ দেখে ভাবছি, যেই তীব্র বেঁচে থাকা আমি চাই, হয়তো সেরকম চমৎকার আর প্রাণবন্ত জীবন কাটিয়েছেন তাজরিয়ান।

এতো মানুষের ভালোবাসা পাওয়া এই শর্টস্প্যান/স্ক্রল টাইমের গতিময় সময়ে মোটেও সহজ কিছু না। ভালো থাকুক, তাজরিয়ান! তার নিজের মতো করে। যেভাবে থাকতো চাইতো একটু শান্তিতে।

চাই, চুপ করে নাই হয়ে যেতে। আবার, চাই প্রিয়জনরা অন্তত মনে রাখুক। কী অদ্ভূত দোটানা!

তীব্র ভাবে বাঁচতে না পারার অক্ষমতা থেকে কী কখনো তীব্রভাবে মরতে চাওয়ার আকাঙক্ষা তৈরি হতে পারে? হয়তো…।

Leave a Comment