Hafizul Islam

কোন কোন মুহুর্ত স্বপ্নের মত

পড়েছেন: 416 জন পাঠক

আমার আকাশের নাম দিয়েছি বনলতা সেন।
গতকাল ওর সাথে কথা হয়েছে।
আমি কখনো কখনো আমার নিজেকেই ঠিক বুঝে উঠতে পারিনা।
স্বপ্ন আর বাস্তবের ফাকিবাজী বুঝতে বড় দেরি হয়ে যায়।

ভালোবেসে যে সামান্য দেয়
তারে দিও তুমি শতগুনে।
বন্ধু সে তোমার অতি প্রিয় সে
একথা বলো ভালো মনে।

Leave a Comment