আকাশের ওপারেও নাকি আকাশ আছে।
প্রতিটি মানুষের ভিতরে একটি করে মানুষ ঘুমিয়ে আছে।
শান্তির খোঁজে গলদঘর্ম আমরা।
কিন্তু শান্তি বলতে আদৌ কিছু আছে?নাকি সবই ভ্রম?
একটু ভালো থাকার আশায় আমরা কত কি করি।
কিন্ত ঠিক কতটা ভালো থাকি?
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা,
আর কতকাল আমি রব দিশেহারা
রব দিশেহারা…….