Hafizul Islam

সুখ-সন্ধানী এক ক্লান্ত পথিক…।

পড়েছেন: 1,235 জন পাঠক

সুখের সন্ধানে অবিরাম হেঁটে চলা আমি এক ক্লান্ত-পথিক। কখনো কখনো আমার ভালো থাকাকে আমার
নিজেরই হিংসে হয়।
কিন্তু আমি সুনিশ্চিত জানি,
এটা আসলে সুখ নয়।
মহাকালের কোন অজানা জগত থেকে ছিটকে পড়া কোন স্বপ্নময় মুহুর্ত।
আমার ননীর পুতুলটা আমার অনেক কাছে থাকে।
সারাটা সময় ধরে আমায় বেঁচে থাকতে শেখায়।
কত কাছে তবু কত দূর!
অনতিক্রম্য এই দূরত্ব কখনোই হয়ত পেরিয়ে যাওয়া হবেনা আমার।
জন্ম থেকে জন্মান্তর ধরে আমি পথ পেরোতে থাকি।

অনিঃশেষ এই যাত্রার সমাপ্তি কি আদৌ কখনো হবে?

পাব কি কখনো কোন একটি স্নিগ্ধ বিকেল?

Leave a Comment