Hafizul Islam

প্রতীক্ষা..

পড়েছেন: 475 জন পাঠক

নতুন বছর আসে।
জীর্ণতা ঝেড়ে ফেলে সামনে পথ চলার বার্তা নিয়ে।
উৎসব আর ভালোবাসায় সবাই বরণ করে নেয় নতুনকে।
কিন্তু,
কি অদ্ভূত!
আমার দিনগুলো কেমন আগের মতই বর্ণহীন পড়ে থাকে।
শুরু হয় প্রিয়তার জন্য অধীর অপেক্ষায় থাকা কষ্টনীল আরেকটি বর্ষ।
কবে আমি প্রাণখুলে হাসতে পারব,প্রিয়তার হাতে হাত রেখে পরম আনন্দে স্বাগত জানাতে পারব নববর্ষকে, কেউ বলতে পারো?
তোমাদের সবার আগামীর প্রতিটি মুহুর্ত খুব সুখে কাটুক এই প্রত্যাশা।
সবশেষে প্রিয়তার জন্য অক্ষম ভালোবাসার অঝোর বৃষ্টি।

Leave a Comment