৯৮ এর বন্যায় নানুবাড়ি, মল চত্ত্বরে পড়ন্ত দুপুর, বাসন্তি রঙে আটকে থাকা সময়
১৯৯৮ এর বন্যায় থই থই পানিতে ডুবে গেছে গ্রামের পর গ্রাম। চকিতে বসে ঘরের জানালা দিয়ে উঠানভর্তি পানি দেখি। বাতাসে জলের ঘ্রাণ। বিলের পাশে বাড়ি। হঠাৎ হঠাৎ দমকা বাতাস জলের উপর থিরথির নকশা কাটে। কোথাও যাওয়ার নেই। কিচ্ছু করার নেই। বাবার সরকারী চাকরির সুবাদে বেতনের টাকায় তখন দিন চলে যাচ্ছে। আমিরুল জ্যাঠা, রুকুদের বাড়িতে গোলাভর্তি