নরসিংদী জেলার মাধবদী। তখন সকাল 9 টা বাজতে 10 মিনিট বাকী..। দিগন্তের কোণ দখল করে কালো হয়ে আসছে আকাশ..। তীব্র বাতাসের ঝাপটায় রাস্তায় ধূলোবালি আর পরিত্যক্ত মোড়কের ঝড় উঠছে..। একটা সাইকেল তখন চলছে বাতাসের বিপরীতে…। মাথা নীচু করে সাঁই সাঁই প্যাডেল করছে আরোহী..। যেতে হবে আরো খানিকটা দূর…। ভোরে ঢাকার বাসাবো থেকে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর দিয়ে বালু নদী পেরিয়ে কাঞ্চন হয়ে চলেছি নরসিংদী সদরের পথে..।