Hafizul Islam

নাগরিক মেঘপিয়ন এবং তাহাদের ফটোগ্রাফ

শ্রাবণের আকাশ নাকি বিক্রি হয়ে গেছে!
জানিয়ে গেলো নাগরিক মেঘপিয়ন
বর্ষামঙ্গলের চিরকূট পাঠিয়েছিলাম তোমায়
পেয়েছো কি অবন্তিকা?

পলাশী-নীলখেত কিংবা ছবিরহাটের ফুটপাথে জমে উঠা জলে
কাগজের নৌকা ভাসানোর নিমন্ত্রণ তোমায়
আসবে কি বালিকা?

মেঘদল পথ হারিয়েছে এই নাগরিক বর্ষায়
আকাশ আজকাল কোথায় থাকছে
জানো কি তুমি?

একটি প্রেমের কবিতা লিখবো বলে

একটা প্রেমের কবিতার জন্য আমি
পাড়ি দিয়ে এসেছি সাত সমুদ্দুরের পথ
নিশ্চল দাঁড়িয়ে থেকেছি
জোৎস্নালোকিত পর্বতের রুক্ষ চাতালে..
দেখেছি নক্ষত্রের হেঁটে চলা
ক্রমাগত কোন অনিশ্চিত ভবিষ্যতের দিকে
কিন্তু
আমি পাই নি দেখা কোন প্রেমের কবিতার..
রাতারগুলের সোয়াম্প ফরেষ্ট কিংবা কানাডার বিস্তৃর্ণ প্রেইরীতে
আমি প্রতীক্ষায় থেকেছি..

মার্জিনে অন্তরীন শঙ্খনীল শব্দগুচ্ছ…

উৎসর্গ: দু’জন অসম্ভব প্রিয় মানুষকে। যারা কখনোই বুঝতে পারবে না, এই রুপালি গিটার তাদের কতো বেশি ভালোবাসে। অঝোর অশ্রুধারা জলের অঞ্জলী ছাড়া, তাদের আর কিছুই দেয়ার সাধ্য আমার নেই। আমার সব ভালোবাসা আর গান তোমাদের জন্যই। তোমরা না হয় নাইবা জানলে..। জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো..। =========================   নির্ভার শূণ্যতার ভারাক্রান্ত প্রচ্ছদে চলিষ্ণু হয়ে

বেহুলার ভাসান কিংবা পরাবাস্তবতার ভাবনামেঘ..

নারীর বুকের নদীতে মৃত্যুর মহোৎসব ! কখনো নারী সন্ধ্যার শঙ্খনাদ , প্রেমিক জনে তার সব … তাই সে প্রেমিক ! আগুন ,তৃষ্ণা ,কলা ,সর্বস্বান্তে ,যজ্ঞের মন্ত্রে বোধিদ্রুমে সে প্রেমিক !! উদ্ধৃতি (প্রেমিক ছায়েদা আলী) ==============   বড়ো সাঁধ জাগে.. হৃদয়ের গহীন অন্তপুরে.. এই সব সবুজ প্রেমিকের মতো করিয়া ..মানবজন্মের স-ব স-ব কিছু জানিয়া লইতে একদিন!

অগোছালো শব্দগুলো একটি কবিতা হতে পারতো..!

উৎসর্গ ::= আমার অসম্ভব প্রিয়, বড়ো আপিকে। যার জন্য অক্ষম এই আমি, কখনোই কিছু করতে পারি না।   একদিন গভীর রাত…। নিয়নের হলদেটে আলো.. আধখানা ঘোলাটে চাঁদ.. প্রহরীর সুতীক্ষ্ণ হুইসেল..সুনসান নীরবতা.. গর্জন তুলে কখনো দানবীয় ট্রাকের দূরের পথে চটজলদি দৌড়ে চলা..। ইত্যকার প্রাত্যহিক নানান রুটিন..। তারমাঝে… একাকী একটি ছেলে হাঁটছে নগরীর জনশূণ্য রাজপথে। বৃষ্টি ঝরছে

ব্যথা ভারাক্রান্ত ঘুঙুরের মতো রাতভর বেজে যাওয়া এক দুঃখবিলাস!

এখন বাহিরে রাত দূর হতে ভেসে আসে রাতজাগা বিহগের বিষন্ন আর্তরব। কেউ কোনোদিন জানবে না কিসের বিরহে তার নির্ঘুম রাত কাটে; দু’চোখের পাতায় অস্থির কাপন। জানো কি তুমি, কি হারানোর বেদনায় কতো গভীর দুঃখ যাতনায় পাথরেরও বুক ভাঙে! দেখেছো কি তুমি, পাহাড়ের কোল বেয়ে সে কান্নার ঝর্ণা হয়ে অবিশ্রান্ত বয়ে যাওয়া! তুমি শুনতে পাও কি,

বন্ধু তোমার তোমার চোখের মাঝে……..।

বন্ধু তোমার তোমার চোখের মাঝে বন্ধু তোমার তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো বন্ধু আমার বন্ধু তুমি, বন্ধু মোরা ক’জন তবুও বন্ধু, মন হলো না

স্বপ্ন দেখবো বলে……..।

আমার খুব পছন্দের একটা গানের লিরিক। স্বপ্ন দেখবো বলে আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ-এ চেপে নীলজল দীগন্ত ছুঁয়ে এসেছ, আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ| আমি কখনও যাইনি জলে, কখনও ভাসিনি নীলে, কখনও রাখিনি চোখ, ডানামেলা গাঙচিলে| আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায় ?