আমি হারিয়ে গেছি
কোথায় এবং কখন
জানতে পারি নি সেকথা..
এই কোলাহলের জাদুর শহর
আমাকে বদলে দিয়েছে..।
আসলেই কি তাই!
মুখোশোর পর মুখোশ জমছে চেহারার পরতে পরতে
মুখের খোঁজ কোথায় মিলবে, জানো কি কেহ?
সিটি কর্পোরেশনের মূর্দা বহিতে আমার নাম উঠে আছে বহুদিন
মোড়ের রঙজ্বলা পোষ্টারসাঁটা ষ্টুডিওতে সেদিন গিয়েছিলাম
পাসপোর্ট সাইজ ছবির জন্য
ফিরতে হলো খালি হাতেই..।
কারণ, এই ধাবমান সময়ের ক্যামেরায়
আমার মুখ আটকে রাখতে পারছে না ক্যামেরাম্যান..।
শত সহস্র মুখোশের আড়ালে যে মুখ আমি ঢেকে রেখেছি
সেই মুখ এখন কোথায় খুঁজি…!
প্রতিদিন আমার শতসহস্র নাম আর পরিচয় তৈরী হচ্ছে কারখানায়
কেউ ভাবছে দেবদূত, কারো কাছে শয়তান..।
আসলে আমি কে? হারিয়ে ফেলেছি পরিচয়পত্র..।
তাই, সকাল থেকে রাত অবধি
হেঁটে ফিরছি এই শহুরে গোলকধাঁধায়
আমার সত্যি মুখের খোঁজে
শত মুখোশের অন্য এক আমি..।
শত সহস্র মুখোশের আড়ালে যে মুখ আমি ঢেকে রেখেছি
সেই মুখ এখন কোথায় খুঁজি…!