জনাব/জনাবা,
অভিবাদন জ্ঞাপনপূর্বক শুরু করিলাম। পরম করুণাময় সুমহান স্রষ্টার অশেষ অনুগ্রহে, আগামী ২৫ সেপ্টেম্বর, ২০১১ খ্রীষ্টাব্দ, ৯ আশ্বিন ১৪১৮ বঙ্গাব্দ , ১৯ রজব ১৪৩২ হিজরী , রোজ রবিবার, আমার অসম্ভব প্রিয়, বড়ো আপির অতি আদরের একমাত্র কন্যার শুভ জন্মদিন। উক্ত জন্মদিন উদযাপন উপলক্ষে, শব্দনীড় ব্লগে, এক অনাড়ম্বর ব্লগীয় অনুষ্ঠানের {পার্টির} আয়োজন করা হইয়াছে।
উক্ত অনুষ্ঠানে আপনার/আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং শুভাশীষ আন্তরিকভাবে কামনা করিতেছি।
আমি আশা করতেই পারি যে,
প্রাত্যহিক ধারাবাহিকতায় আরেকবার আপনাদের পদভারে মুখর হয়ে উঠবে প্রিয় ব্লগ শব্দনীড় এবং আমার ব্লগবাড়ি। ব্লগিং হোক সুন্দর এবং পরিচ্ছন্ন জীবনবোধ ও একঘেয়ে বাস্তবতার মাঝেও সুনির্মল আনন্দ জাগিয়ে তোলার সুচারু এক মাধ্যম। ইট-কাঠ-পাথরের এই নাগরিক সভ্যতায়, ক্রমাগত ক্ষয়িষ্ণু, অবসন্ন হৃদয়ে সজীবতা নিয়ে আসুক প্রতিনিয়ত।
ভালো থাকা হোক ভালোবাসায়..বন্ধনে।