একদিন আমরাও…
প্রেমিক সেই হতে পারে যে অনায়াসে বিষ পান করে …পাথুরে আত্মায় সবুজ চারাগাছ মাথা চারা দিয়ে ওঠে…সর্বজ্ঞ নয় , যে জানে না কিছু ভালোবাসা ছাড়া সে ই প্রেমিক ……… আমি অনায়াসে বিষ পান করেছি …, আমিও কখনো জানতে চাইনি এবং কখনো চাই না যে, ভালোবাসা ছাড়া কিছু আছে। তবুও, কোন অপরাধে প্রেম আমায় ছেড়ে বহুদূর