একটি অন্যরকম ব্লগীয় পার্টির নেমন্তন্ন..আপনি আসছেন তো?
জনাব/জনাবা, অভিবাদন জ্ঞাপনপূর্বক শুরু করিলাম। পরম করুণাময় সুমহান স্রষ্টার অশেষ অনুগ্রহে, আগামী ২৫ সেপ্টেম্বর, ২০১১ খ্রীষ্টাব্দ, ৯ আশ্বিন ১৪১৮ বঙ্গাব্দ , ১৯ রজব ১৪৩২ হিজরী , রোজ রবিবার, আমার অসম্ভব প্রিয়, বড়ো আপির অতি আদরের একমাত্র কন্যার শুভ জন্মদিন। উক্ত জন্মদিন উদযাপন উপলক্ষে, শব্দনীড় ব্লগে, এক অনাড়ম্বর ব্লগীয় অনুষ্ঠানের {পার্টির} আয়োজন করা হইয়াছে। উক্ত অনুষ্ঠানে