“আয়না আয়না হরেক রঙের বায়না—
এটা চাইতো ওটা চাইনা, কোনটা যে ঠিক তাও জানি না।
মনের ভেতর উড়াল পাখি, গান গায় নাকি শুধু কান্না..।”—-জলের গান
এটা চাইতো ওটা চাইনা, কোনটা যে ঠিক তাও জানি না।
মনের ভেতর উড়াল পাখি, গান গায় নাকি শুধু কান্না..।”—-জলের গান
# কতো পাল্টে গেছি আমি। এই প্রিয় শহর, রাতের নিঝুম জ্যোৎস্না, দুপুরের ঝাঁ ঝাঁ রোদে পিচের রাস্তা, নীলক্ষেতে ফুটপাতে দাঁড়িয়ে তেহারীর প্লেটে সময়ের বয়ে চলা…কতো বদলে গেছে এই শহর। এতো সাধারণ আমাকে নিয়ে আমি নিজেই বিরক্ত হয়ে যাই। আমার আশেপাশের মানুষগুলো কীভাবে আমাকে সহ্য করে? নিয়নের আলোয় আমি পথ হাঁটি। ভাবি, এ’জীবন কি মানুষের?
— feeling curious at Kamrangirchar.