“জীবনের দেনা শুধু বাড়ে চক্রবৃদ্ধি হারে; শুধিতে পারি না ঋণ,
বুঝি সহজ ছিল না রাত্রি, ছিল না সহজ কোনদিন….।”
# চোখের জলের রঙ হয় না কখনো। রঙ হলেই হয়তো ভালো ছিলো। নিজের ভেতরকার বেদনাগুলোর চিত্রায়ন করতে পারতাম। আজকে নিজের প্রতি খুব ঘৃণা লাগছে। অসহ্য লাগছে নিজেকে। নিজের ভালো থাকার জন্য একজন প্রিয় মানুষকে কষ্ট দিয়ে গেছি।
আমি বারবার বলি, আমি আমার প্রিয় মানুষগুলোকে অসম্ভব ভালোবাসি। কিন্তু, এখন মনে হচ্ছে আমি আসলে ভালোবাসতেই জানি না। যদি জানতামই, তাহলে কেনো নিজের ভালোথাকার দিকে লক্ষ্য থাকবে আমার! কেনো আমার না পাওয়ার অভাবটুকু চাপিয়ে দিই আমার প্রিয় মানুষটির উপর!!
খুব কষ্ট হচ্ছে আমার। শরীরের পুরোনো অসুস্থতাও জেগে উঠতে চাইছে একই সাথে। ভেবে কুলিয়ে উঠতে পারছি না, কী করবো…। প্রিয় মানুষটিকে বলছি, আমার অপরাধ ক্ষমার অযোগ্য হলেও আমাকে ক্ষমা করো।
সত্যিই অনেক ভালোবাসি। কিন্তু, ভালোবাসাহীনতায় বড়ো হওয়া আমি, একটু ভালোবাসা পেলেই আরো পেতে চাই। খুব ভয় হয়, ভালোবাসার মানুষগুলোকে হারিয়ে ফেলার। তাই এমন স্বার্থপরের মতো আচরণ করে ফেলি কখনো কখনো। অনেক ভালোবাসি প্রিয়তা। আমায় ক্ষমা করো… — feeling sorry at Kamrangirchar.