“আমার যত শুভ্রতা সব দেবো,
আমি নিপুণ ব্লটিং পেপার
সব কালিমা, সকল ব্যথা ক্ষত শুষেই নেবো।…”
–হেলাল হাফিজ
## একজন নীল শাড়িপড়া মানুষের সাথে আজকের দিনটা ভালো কেটেছে। যে মানুষটাকে আমি কাঁদতে দেখেছি। দেখেছি তার চোখে সন্তানের জন্য অদ্ভূত সুন্দর মমতার প্রসবণ। দেখেছি দায়িত্বশীল একজন মানুষকে। এতো অসংখ্য অসাধারণ অভিজ্ঞতার জন্য বেঁচে থাকা প্রয়োজন বলেই মনে করছি।
## এ্যাশ কালারের টি-শার্টে আমাকে কেমন লাগবে ভাবছি।
## সন্ধ্যায় ঝটতি সফর এবং ভাত খাওয়ার অভিজ্ঞতা ভালো লেগেছে।
## জীবন চলতে থাকুক ইচ্ছেমতো। কিন্তু, শতভাগ সজীবতায়। আমি ব্লটিং পেপার হয়ে শুষে নিতে চাই প্রিয় মানুষগুলোর সব দুঃখ। ভুল করেও ভাববেন না, আমি মহৎ মানুষ। মহৎ হবার ইচ্ছা কিংবা আগ্রহ কোনটাই নেই আমার। আমি শুধু আমার মতো থাকতে চাই। ব্যস…। খুব সাধারণ কেউ। যে ভালো থাকছে এবং ভালো রাখছে তার চারপাশকে। প্রিয় চাইমবেলকে অনেক ভালোবাসা, জীবনের প্রতি সত্যিকারের শ্রদ্ধা ফিরিয়ে দেবার জন্য। ভালো থেকো চাইমবেল, প্রিয়জন, পরিবার নিয়ে। জীবন ভারে থাকুক টইটুম্বর প্রাপ্তিতে।
আমি নিপুণ ব্লটিং পেপার
সব কালিমা, সকল ব্যথা ক্ষত শুষেই নেবো।…”
–হেলাল হাফিজ
## একজন নীল শাড়িপড়া মানুষের সাথে আজকের দিনটা ভালো কেটেছে। যে মানুষটাকে আমি কাঁদতে দেখেছি। দেখেছি তার চোখে সন্তানের জন্য অদ্ভূত সুন্দর মমতার প্রসবণ। দেখেছি দায়িত্বশীল একজন মানুষকে। এতো অসংখ্য অসাধারণ অভিজ্ঞতার জন্য বেঁচে থাকা প্রয়োজন বলেই মনে করছি।
## এ্যাশ কালারের টি-শার্টে আমাকে কেমন লাগবে ভাবছি।
## সন্ধ্যায় ঝটতি সফর এবং ভাত খাওয়ার অভিজ্ঞতা ভালো লেগেছে।
## জীবন চলতে থাকুক ইচ্ছেমতো। কিন্তু, শতভাগ সজীবতায়। আমি ব্লটিং পেপার হয়ে শুষে নিতে চাই প্রিয় মানুষগুলোর সব দুঃখ। ভুল করেও ভাববেন না, আমি মহৎ মানুষ। মহৎ হবার ইচ্ছা কিংবা আগ্রহ কোনটাই নেই আমার। আমি শুধু আমার মতো থাকতে চাই। ব্যস…। খুব সাধারণ কেউ। যে ভালো থাকছে এবং ভালো রাখছে তার চারপাশকে। প্রিয় চাইমবেলকে অনেক ভালোবাসা, জীবনের প্রতি সত্যিকারের শ্রদ্ধা ফিরিয়ে দেবার জন্য। ভালো থেকো চাইমবেল, প্রিয়জন, পরিবার নিয়ে। জীবন ভারে থাকুক টইটুম্বর প্রাপ্তিতে।
— feeling sleepy at Purana Paltan.