“চুপিচুপি রাত নেমে এলে পরে , ভাঙা জানলার সাঁড়শিটা খুলে যায়
কালিঝুলি মাখা ঘরটায়, কে যেন আবার হেটে চলে খালি পায়
মাঝেমাঝে লোডেশেডিং এর রাতে, বেজে ওঠে জেরেমির বেহালা…”
————অঞ্জন দত্ত
## গতকাল দুপুর থেকে রাত অবধি সময়টি অসাধারণ কাটলো। আমি সবসময়ই জীবনকে দেখে অবাক হই। আমার সহোদর জীবন কখনো কখনো হয়তো আমাকে বিষণ্ন, ক্লান্ত কিংবা দুঃখিত করে। তারপরও সে আমাকে অবাক করে তার ভালো থাকার ক্ষমতা, অভিনব অবাক করা সৌন্দর্য দিয়ে। কতোটুকু নিচ্ছে জীবন আমার কাছ থকে, সেটা ধর্তব্যর মধ্যে রাখলেই দুর্বিষহ লাগবে জীবন। বরং, কতোটুকু দিচ্ছে আমাকে, আমি সেটাই মনে রাখি। আমার পথচলা অনেক সহজ হয়। আনন্দ খুঁজে নিতে জানতে হয়। তাহলেই ভালো থাকা সম্ভব হয়। হোকনা জীবন ফড়িং কিংবা দোয়েলের, তবুও সে জীবন খুঁজে পাক একটু প্রাণখুলে শ্বাস নেয়ার অবসর। একটু বিশ্রামের আশ্রয়। একটা প্রিয় মুখ, যাকে দেখলে আরো কতোগুলো দিন আরো অসংখ্য সকাল দেখার ইচ্ছেটা জেগে থাকবে। শুভ কামনা রইলো আমার প্রিয়জনদের জন্য। ভালোবাসা রইলো নীরার জন্য। শাড়িতে যাকে অসম্ভব সুন্দর মনে হয় আমার কাছে। ভালো থেকো নীরা। ভালো থাকিস দাদা। ভালো থেকো আপি। ভালো থাকুক আমার চারপাশের জীবন। প্রিয় এই দেশ ভালো থাকুক।:)