“ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?..”
তার আকাশ কি আমার চেয়ে বড়?..”
# আমার আকাশটা এতো ছোট কেনো, ভেবেই পাই না। খুব ইচ্ছে হয় সবার মতো করে আমার একটা জীবন হোক। চায়ের কাপে ঝড় তুলতে গিয়ে প্রিয় মানুষগুলো মুগ্ধ হয়ে শুনুক আমার কথা। ঘন্টার পর ঘন্টা কথা চলুক আমার ফোনে। আমার কথার ছোঁয়ায়, মন খারাপ করা মানুষগুলো দেখা পাক তাদের হারানো হাসির। কিন্তু, কিছুই হয়ে উঠে না। নিজের ভেতরে ছোট্ট আকাশ নিয়ে জন্ম নেয়া এই আমার পক্ষে, কাছের মানুষগুলোর একটু হাসি আর এনে দেয়া্র সাধ্য হয় না । আমি পারি না কিছুই। অসম্ভব কষ্ট হয় আমার। নিজেকে নিয়ে বড়ো বেশি ক্লান্তি লাগে তখন। কেনো আমি পারি না? কেনো আমার উপস্থিতি এতো বিষাদের জন্ম দেয়? শৈশব থেকে হোস্টেলে বড়ো হওয়া আমি শিখি নি কখনো, কীভাবে ভালোবাসতে হয়…। হয়তো সেজন্যই আমি হারিয়ে ফেলি প্রিয় মানুষগুলোকে…। কেনো এমন হয়…? হয়তো আমি মানুষ নই..হয়তো আমার কোন অধিকার নেই, নিজের একলা থাকার বাক্স থেকে বেরুবার..তবুও ভালো থাকুক আমার প্রিয়জনেরা। আমার সব সুখগুলো নিয়ে…
— feeling alone at Kamrangirchar.