আমি কার….আমি কার….কে কাহার কে জানে?
পৃথিবীটা কখনো মনে হয় উল্টো দিকে ঘুরে। এইতো সেদিন নিজেকে জগতের সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছিল। আমার বন্ধু আমার জন্য ছোট্ট একটুকরো ভালোবাসা এনে দিয়ে বলেছিল এটা আপনার জন্য। আনন্দে আমার অনুভূতির গভীরতম অঞ্চলটুকুও আলোড়িত হতে গিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। এত আনন্দ আমি কোথায় রাখব ভেবেই পাচ্ছিলাম না। আমার বিশ্বাস করতে পারছিলামনা যে আমি ঘুমে