বাতাসকে খুশি করে বাঁচ..
“তুই গান গা ইচ্ছে মত বাতাসকে খুশি করে বাঁচ..” # আলোকের ঝর্ণাধারায় সেজে উঠা দেখতে আমার খুব ভালো লাগে। আমার সবচেয়ে প্রিয়জনদের একজনের কাছেও অসম্ভব প্রিয় এই আলোকসজ্জা। আজকে বাসায় ফেরার পথে দেখছিলাম। ভাবছিলাম, আমি আমার প্রিয়জনদের নিয়ে হেঁটে যাচ্ছি আলো ঝলমলে কোন এক পথ দিয়ে। যে পথ সহজ সুন্দর সুনির্মল আর অপার্থিব ভালোবাসায় স্নাত।